National

রাসায়নিকের কারখানায় বিস্ফোরণ, কাঁপল আশপাশের গ্রাম, মৃত ১৩

Published by
News Desk

একটি রাসায়নিকের কারখানায় শনিবার ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা আশপাশের অনেক গ্রামকেও কাঁপিয়ে দেয়। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আগুনের কুণ্ডলী আকাশে ভেসে বেড়াতে থাকে। দ্রুত হাজির হয় পুলিশ। যদিও আতঙ্কের হাত থেকে রেহাই মেলেনি।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের শিরপুর এলাকায়। এখানেই রয়েছে মুম্বইয়ের সংস্থা রুমিত কেমিসিন্থ ফ্যাক্টরি। সংস্থার উৎপাদন কারখানাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল? বিস্ফোরণের কারণ কী? কারও গাফিলতি আছে কিনা? কিছুই এখনও পরিস্কার নয়। সবই তদন্ত সাপেক্ষ। তবে বিস্ফোরণটি হয়েছে রাসায়নিক ভর্তি একটি বয়লারে। সকালে লাগা আগুন সন্ধে পর্যন্ত নেভাতে হিমসিম খান দমকলকর্মীরা।

পুলিশ জানাচ্ছে যখন বিস্ফোরণ হয় তখন কারখানায় শতাধিক কর্মী কর্মরত ছিলেন। হতাহতের তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা সকলেই ওই কারখানার কর্মী। বিস্ফোরণের পর আশপাশের বাড়িগুলিও বড়সড় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk