National

৩টি হাতিকে পিষে হড়কে গেল ট্রাক

Published by
News Desk

রাত তখন ২টো। প্রবল গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। ট্রাকে বোঝাই করা ছিল কাঁচা লোহা। অতিকায় ট্রাকটি ২০ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে আসছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিল ১০টি হাতির একটি দল। জঙ্গলের বুক চিরে গেছে জাতীয় সড়ক। পিচ ঢালা রাস্তার দুপাশে জঙ্গল। রাস্তার এপাশের জঙ্গল থেকে ওপাশের জঙ্গলে যাচ্ছিল হাতির দলটি। সেই সময় ট্রাকটি এসে পড়ে সেখানে। পিষে দেয় ৩টি হাতিকে।

১০টি হাতির দল হলেও তখন রাস্তা পার হচ্ছিল ৩টি হাতি। ওই ৩টি হাতিকে প্রবল গতিতে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২টি হাতির। ১টি হাতি আহত রক্তাক্ত অবস্থায় পড়েছিল রাস্তায়। এদিকে বিশাল ৩টি হাতিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। পিছলে যায় রাস্তা থেকে। পরে ট্রাকটিকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলার ঘটাগাঁও জঙ্গলের বালিজোড়ি এলাকায় ২০ নম্বর জাতীয় সড়কের ওপর। এতদিন ট্রেনের ধাক্কায় অনেক হাতির মৃত্যু হয়েছে। এবার ট্রাকের ধাক্কা থেকেও রেহাই পেল না এই অতিকায় বন্যপ্রাণ। ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছন বন আধিকারিকরা। এটা যদি হাতিদের করিডর হয় তাহলে ট্রাকটিকে আগে থেকে সতর্ক করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন উঠছে অনেক মহল থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk