National

ভয়াল রূপ নিয়েছে যমুনা, প্রমাদ গুনছে দিল্লি

Published by
News Desk

হুহু করে বাড়ছে জল। দিল্লির গা দিয়ে বয়ে যাওয়া যমুনা কার্যত ফুঁসছে। ক্রমশ তার রূপ বদলাচ্ছে। আরও ভয়াল হয়ে উঠছে সারা বছর ঝিমিয়ে থাকা যমুনা। রবিবার সকালে যমুনার জল ২০৩.৩৭ মিটার উচ্চতায় ছিল। ওয়ার্নিং মার্ক হল ২০৪.৫ মিটার। আর ডেঞ্জার মার্ক হল ২০৫.৩৩ মিটার। যেভাবে যমুনার জল বাড়ছে তাতে এই ডেঞ্জার মার্ক পার করতে তার বেশি সময় লাগবেনা বলেই মনে করছে সংশ্লিষ্ট দফতর। আর তা হলে দিল্লি শহরে যমুনার জল ঢুকতে শুরু করবে।

হরিয়ানায় যেভাবে জল বাড়ছে তাতে হাথনিকুণ্ড ব্যারেজ থেকে বাধ্য হয়েই জল ছাড়তে হচ্ছে। রবিবার দুপুরেই সেখান থেকে আরও ৬ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যা যমুনা দিয়ে বয়ে দিল্লি পর্যন্ত পৌঁছলে যমুনা ডেঞ্জার মার্ক পার করতে পারে বলেই আশঙ্কা করছেন সকলে। এদিকে হরিয়ানায় যেভাবে ভারী বর্ষা হচ্ছে তাতে জল ছাড়তে বাধ্য হচ্ছে ব্যারেজ কর্তৃপক্ষ।

সারা বছর দিল্লির পানিয় জলের প্রয়োজন একা মিটিয়ে চলে হাথনিকুণ্ড ব্যারেজ। সেই ব্যারেজের জলই এখন দিল্লিবাসীর কপালের ভাঁজ পুরু করেছে। জল শহরে ঢুকল বলে! দিল্লিতেও প্রবল বর্ষণ হচ্ছে। ফলে সেই সম্ভাবনা ক্রমশ নিশ্চয়তার দিকে যাচ্ছে। এদিকে যমুনার জল ওয়ার্নিং মার্ক ছুঁলেও শুরু হবে মানুষজনকে যমুনার ধার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। দিল্লি শহরের যেখান দিয়ে যমুনা বয়ে গেছে সেখানে নদীর ধার ধরে বহু মানুষের বাস। তাঁদের আগে সরাতে চলেছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk