National

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অমর্যাদা, তোপের মুখে নেতা

Published by
News Desk

স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন হয়। যাতে শরিক হন অনেক রাজনৈতিক নেতা। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, মন্ত্রী সকলেই বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন। তেমনই একটি অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ-র বিধায়ক শরফুদ্দিন। যখন পতাকা উত্তোলন হচ্ছে তখন উপস্থিত সকলেই ভারতের জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে স্যালুট করছিলেন। কিন্তু দেখা যায় শরফুদ্দিন তখন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।

এই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। এই সুযোগ হাত ছাড়া করেনি বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে জানানো হয় শরফুদ্দিন যে দলের বিধায়ক তারা বলে তারা নাকি চরম দেশভক্ত, অথচ তাদেরই দলের বিধায়ক এমন কাণ্ড করেন। আরজেডি-র তরফে জানানো হয়, মানুষের কাছে তার এই কাজের জন্য ক্ষমা চান শরফুদ্দিন। এভাবে ভাইরাল ফোটো ও বিরোধীদের কটাক্ষে প্রবল অস্বস্তিতে পরে নীতীশ কুমারের দল।

শরফুদ্দিন অবশ্য তাঁর এই কাজের জন্য অনুতপ্ত নন। বরং তিনি সাফাইয়ের রাস্তা বেছে নিয়েছেন। তিনি বলেন, তিনি নীতীশ কুমারের একজন সৈনিক। যখন পতাকা উত্তোলন হচ্ছিল ঠিক তখনই তাঁর গালে একটি পতঙ্গ এসে বসে। সেটিকে তাড়াতে তিনি গালে হাত দেন। আর ঠিক তখনই তাঁর ছবি তুলে নেওয়া হয়। পরে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk