National

প্রথম দেখাতেই প্রেম, গ্যাংস্টারকে বিয়ে করলেন মহিলা পুলিশ

Published by
News Desk

এ ঘটনাকে বাস্তব বলে মেনে নেওয়া কঠিন হচ্ছে খোদ পুলিশেরই। রীতিমত অস্বস্তিতে তারা। এ যেন একদম বলিউড সিনেমার টানটান স্টোরি লাইন থেকে তুলে নেওয়া কাহিনি। কী অভিযোগ নেই তার বিরুদ্ধে! খুন, রাহাজানি, হুমকি কী নেই! কিন্তু প্রেম তো এসব দেখে না। ভালবাসা অন্ধ হয়। আর সেই অন্ধ ভালবাসা যদি হয়ে যায় প্রথম দর্শনেই তখন তো কথাই নেই! যা হল পায়েলের সঙ্গে। উত্তরপ্রদেশের এক মহিলা পুলিশ কনস্টেবল পায়েল প্রথমবার রাহুলকে দেখেছিলেন আদালতে। সেখানে রাহুলকে পুলিশ গ্রেফতার করে হাজির করেছিল একটি খুনের অভিযোগে। সেখানেই প্রথম দেখা। আর দেখা মাত্রই প্রেম। যা গড়াল একদম বিয়ের পিঁড়িতে।

এই প্রথম দেখার প্রেম থেকে বিয়ের পিঁড়ির যাত্রাপথ কিন্তু খুব অল্প সময়ের ছিলনা। ২০১৪ সালে মনমোহন গোয়েল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেটার নয়ডার সূরজপুর আদালতে আনা হয় রাহুল থারাসানাকে। একদম যুবক বয়সের রাহুল কিন্তু সে সময়ই কুখ্যাত গ্যাংস্টার। খুন থেকে শুরু করে নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই সূরজপুর আদালতে ২০১৪ সালে কর্মরত ছিলেন পায়েল। সেখানেই রাহুলের প্রেমে পড়েন তিনি। তারপর রাহুল অনেকবার জেলে গেছে। জেল থেকে বেরিয়েছে। কিন্তু পায়েলের প্রেম কমেনি। বরং বেড়েছিল। তাদের প্রেমে কাহিনি ছড়িয়ে পড়ছিল। বছরের পর বছর চুটিয়ে চলছিল গ্যাংস্টার-পুলিশ প্রেম।

সম্প্রতি রাহুল থারাসানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। সেখানে পায়েলের সঙ্গে তার বিয়ের ছবি দিয়েছে। তবে কোথায় তাদের বিয়ে হয়েছে। কবে, কোন সময় কিছুই পরিস্কার করেনি এই নবদম্পতি। এখন পায়েল গৌতম বুদ্ধ নগর পুলিশ স্টেশনে কর্মরত। কিন্তু তাঁর কোনও সিনিয়র পুলিশ আধিকারিকেরই জানা নেই পায়েলের বিয়ের সম্বন্ধে। কখন, কোথায় এক গ্যাংস্টারের গলায় মালা দিলেন তাঁদের এক দক্ষ মহিলা পুলিশ তার খবর তাঁদের কাছে একেবারেই নেই বলে দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।

অনিল দুজানা গ্যাংয়ের বহু পুরনো সদস্য রাহুল। ২০০৮ থেকে তারা একসঙ্গে কাজ করছে। বহু অপরাধের সঙ্গে যুক্ত রাহুল। এমন এক কুখ্যাত গ্যাংস্টারকে তাদের দফতরের এক কর্মী বিয়ে করেছেন এটা উত্তরপ্রদেশের পুলিশের জন্য এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এমন কিছু হতে পারে তা হয়তো পায়েলেরও অজানা নয়। কিন্তু চাকরি বাঁচাতে গিয়ে কী প্রথম দেখার ভালবাসাকে বিসর্জন দেওয়া যায়! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk