National

৩১ মার্চের পর পুরনো নোট রাখলে জেল বা জরিমানা

Published by
News Desk

৩১ মার্চ, ২০১৭-র পর কারও কাছে ১০ হাজার টাকার বেশি পুরনো নোট থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গৃহীত হবে। কাউকে পুরনো নোট দেওয়া বা নেওয়াও অপরাধ হিসাবে বিবেচ্য হবে। কেউ চাইলে নিজের কাছে ১০টি পুরনো ১০০০ বা ৫০০ টাকার নোট রাখতে পারবেন। এর বেশি মানেই জেল বা জরিমানার মুখে পড়া। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অর্ডিন্যান্সে সিলমোহর দিয়েছে। ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়ার সুযোগ। এরপর ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের কিছু শাখায় পুরনো নোট জমা দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে কিছু প্রশ্নের মুখে পড়তে হতে পারে। কেন নির্ধারিত সময়ের মধ্যে তিনি পুরনো নোট ব্যাঙ্কে জমা দিতে পারেননি তার সদুত্তর দিতে হবে টাকা জমা দিতে চাওয়া ব্যক্তিকে।

 

Share
Published by
News Desk