National

বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনা করল যোগী সরকার

Published by
News Desk

বাস্তবে রূপায়িত হলে তা হবে একটি বিশ্বরেকর্ড। তা নিয়ে সন্দেহ নেই। আপাতত পরিকল্পনা। তবে দ্রুত তা হয়তো বাস্তব রূপ নেবে। যে লক্ষ্যে ছোটার উদ্যোগটা শুরু হল শুক্রবার থেকে। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের জৈতি খেরা গ্রামে একটি চারাগাছ পুঁতে রাজ্য জুড়ে বন সৃজন প্রকল্পের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক এই বন সৃজন প্রকল্পের উদ্বোধনে তিনি ৫টি চারাগাছ তুলে দেন ৫ মহিলার হাতে। রাজ্য জুড়ে তৎপরতার সঙ্গে বন সৃজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। তাদের পরিকল্পনা এই প্রকল্পের আওতায় ১ দিনে ২২ কোটি চারাগাছ রাজ্য জুড়ে পুঁতবেন তারা। যা বাস্তবায়িত হলে একটি বিশ্বরেকর্ড গড়বে উত্তরপ্রদেশ।

বন সৃজন প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বন দফতরের আধিকারিকদের নির্দেশ দেন রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ১০০ বছর পার করা গাছগুলিকে খুঁজে বার করতে। সেগুলিকে হেরিটেজ গাছ আখ্যা দেবে রাজ্য সরকার। সেগুলির বিশেষভাবে দেখভালও হবে। পাশাপাশি যোগী আদিত্যনাথ জানান, এ বছর ১ দিনে ২২ কোটি চারাগাছ পোঁতার পরিকল্পনা করা হয়েছে। যা আগামী বছর বাড়িয়ে ১ দিনে ২৫ কোটি গাছ পোঁতা হবে।

রাজ্যজুড়ে বন সৃজন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিল থেকে ১০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। প্রত্যেক মন্ত্রী-বিধায়ক‌কে এই উদ্যোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলেই তাঁদের নিজস্ব এলাকায় বন সৃজন কর্মসূচি চালাবেন। সেখানে চারা গাছ লাগাবেন। মানুষকে গাছের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করবেন। গাছ রক্ষারও বন্দোবস্ত করবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk