National

শ্রীনগর বিমানবন্দরে আটকে গেলেন রাজা, সীতারাম

Published by
News Desk

শুক্রবার যে তিনি জম্মু কাশ্মীরে তাঁদের দলের বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামি সহ অন্য সিপিএম নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন তা গত বৃহস্পতিবার চিঠি দিয়ে জানিয়েছিলেন রাজ্যপালকে। রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে আবেদনও জানিয়েছিলেন দলের নেতা হিসাবে তিনি জম্মু কাশ্মীরে দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে যেতে চান। তাঁর আশা তাঁকে কোনওভাবে সমস্যার মুখে পড়তে হবে না। শুক্রবার তিনি যে সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজাকে সঙ্গে করে ইন্ডিগোর বিমানে শ্রীনগর পৌঁছবেন সকাল ৯টা ৫৫ মিনিটে সেকথাও এদিন ট্যুইট করে জানিয়ে দেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তারপরেও শ্রীনগর বিমানবন্দরে সমস্যায় পড়তে হল তাঁদের।

২ বাম নেতা শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে নেমে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয়। বিমানবন্দর ছাড়তে দেওয়া হয়নি তাঁদের। প্রসঙ্গত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু কাশ্মীরকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তের পর শ্রীনগরে এখন ১৪৪ ধারা জারি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর সেনা, আধাসেনা, পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার দলের স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করতে চেয়ে শ্রীনগর পৌঁছনোর পর ২ বাম নেতাকে আটকে দেওয়া হয়। একইভাবে গত বৃহস্পতিবার স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলতে শ্রীনগর পৌঁছেছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। জম্মু কাশ্মীরেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি। তাঁকেও বিমানবন্দর থেকে বার হতে দেওয়া হয়নি। পরে অন্য বিমানে তাঁকে ফের দিল্লি পাঠিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk