National

কিলিমাঞ্জারো জয় করতে যাচ্ছে ৭ স্কুল ছাত্রী

Published by
News Desk

আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো। ভূগোলের পাতায় যে নামটা বারবার পড়তে হয়। ছাত্রাবস্থায় কিলিমাঞ্জারোর মাপজোক, উচ্চতা, অবস্থান, কেন তা বিশেষ তা নিয়ে পড়তে হয়। কিন্তু সেই ছাত্রাবস্থায় কিলিমাঞ্জারো গিয়ে তা জয় করার কথা ছেলেমেয়েরা ভাবে না। ভাবল ভারতের ৭ ছাত্রী। শুধু ভাবলই না, তার জন্য যাবতীয় ধরনের কঠিন অনুশীলনও করল।

যে ৭ ছাত্রী কিলিমাঞ্জারো জয় করতে পাড়ি দিচ্ছে তাদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। প্রত্যেকেই হিমাচল প্রদেশের সানাওয়ার-এর লরেন্স স্কুলের ছাত্রী। কিলিমাঞ্জারো জয়ের জন্য প্রয়োজনীয় অনুশীলন তারা শুরু করে গত ফেব্রুয়ারি থেকে। স্কুলের তরফে এমনই জানানো হয়েছে। ২টি ক্যাম্পও করে। যার একটি হয় হৃষীকেশে, অন্যটি লাদাখে।

আফ্রিকার উচ্চতম শৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করতে সময় লাগে ৫ থেকে ৯ দিন। কোন রুট দিয়ে যাত্রা শুরু হচ্ছে তার ওপর নির্ভর করে সময়। ১১ দিনের এই পর্বতারোহণে ৭ ছাত্রীকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের বিখ্যাত পর্বতারোহী অজিত বাজাজ। এই ৭ ছাত্রীর পর্বতারোহণের স্পনসর হচ্ছে হিরো সাইকেল। এখন কিলিমাঞ্জারোর চুড়ো ছোঁয়াকে পাখির চোখ করে সেই চিন্তায় নিজেদের মগ্ন রাখছে ৭ ছাত্রী। কিলিমাঞ্জারোর মাথা ছুঁয়ে যারা এখন ইতিহাস গড়ার অপেক্ষায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk