National

উল্টে গেল উদ্ধারকারী নৌকা, মৃত ৯, জলে হারিয়ে গেলেন ১৬ জন

Published by
News Desk

উদ্ধারকারী নৌকাই উল্টে গেল জলে। বন্যাবিধ্বস্ত এলাকা থেকে যাঁদের উদ্ধার করা হয়েছিল তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হল জলে ডুবে। এছাড়া নৌকায় থাকা আরও ১৬ জনের কোনও খোঁজ নেই। তাঁরা কোথায় ভেসে গেলেন তা পরিস্কার নয়। উদ্ধারকারীদের আশঙ্কা এঁদেরও মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দেহ না মেলায় তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা এখনও।

মহারাষ্ট্রের সাঙ্গলির একটা বড় অংশ জলের তলায় চলে গেছে। অনেক এলাকাই প্লাবিত। ফলে সেখানকার বিভিন্ন গ্রামে আটকে পড়া মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন। তাঁদেরই উদ্ধার করে আনছিল এই নৌকাটি। মোট ২৫ জন ছিলেন নৌকায়। নৌকাটি ব্রহ্মনাল গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই উল্টে যায়। জলে প্রবল স্রোত ছিল। ফলে জলে ভেসে যান সকলে। তাঁদের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। কিন্তু এখনও এটা পরিস্কার নয় পুলিশের কাছে যে নৌকাটি সরকারি, নাকি ব্যক্তিগতভাবে নৌকায় করে গ্রামবাসীদের উদ্ধার করে আনছিলেন কেউ। এটাও পরিস্কার নয় যে নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কিনা! কারণ নৌকায় থাকা কারও সঙ্গেই কথা বলার কোনও সুযোগ নেই পুলিশের কাছে। ফলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk