National

দিল্লিতে মুখোমুখি স্পাইসজেট-ইন্ডিগো, গোয়ায় রানওয়ে থেকে হড়কে গেল জেট

Published by
News Desk

অবতরণের পর ট্যাক্সি বে-র দিকে যাচ্ছিল ইন্ডিগোর একটি যাত্রী বোঝাই বিমান। অন্যদিকে সেই সময়েই স্পাইসজেটের একটি বিমান ওড়ার জন্য রানওয়ের দিকে যাচ্ছিল। আচমকাই দুটি বিমান একদম মুখোমুখি চলে আসে। দুটি বিমানের চালকই তৎপরতার সঙ্গে বিমান থামিয়ে দেন। ফলে নাটকীয়ভাবে একদম মুখোমুখি এসে দুটি বিমান দাঁড়িয়ে পড়ে। দিল্লির ইন্দিরা গান্ধী অন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। কেন এমন ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এদিকে এদিন সকালে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ওড়ার জন্য ছুটতে শুরু করেছিল জেট এয়ারওয়েজের একটি বিমান। আর ঠিক সেই সময়েই আচমকা রানওয়ে থেকে হড়কে যায় সেটি। কেঁপে ওঠে বিমান। যাত্রীদের কয়েকজন সামান্য আঘাতও পান। তবে বড়ধরণের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

 

Share
Published by
News Desk