National

অতিরিক্ত যাত্রীবাহী অটোয় ট্রাকের ধাক্কা, মৃত ১২

Published by
News Desk

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ল অটো। অটোয় তখন চালক সহ ছিলেন ১২ জন। প্রবল গতিতে থাকা ট্রাকের ধাক্কা লাগার পর অটোটি টুকরো টুকরো হয়ে যায়। টুকরো হয়ে ছড়িয়ে পড়ে অটোয় থাকা মানুষের দেহাংশও। কারও হাত, তো কারও পা, কারও আঙুল এমন করে দেহের বিভিন্ন অংশ ছিটকে পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। এমন দৃশ্যে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ১২ জন মৃতের সকলেই পেশায় শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। এঁরা সকলেই কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় ঘটে দুর্ঘটনা।

গত রবিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেহবুবনগরের কোথাপল্লে গ্রামে। এই এলাকায় এমন পথ দুর্ঘটনা নতুন নয়। বারবার একই ঘটনা ঘটে চলেছে এখানে। প্রতিবাদে এখানে দুর্ঘটনা রুখতে প্রশাসনিক ব্যর্থতার কথা জানিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ চলে। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আহতদের সেরা চিকিৎসা দেওয়ার কথা আধিকারিকদের জানান তিনি। তবে মৃতদের পরিবারের জন্য কোনও ক্ষতিপূরণ ঘোষণা হয়নি। এদিকে পথ অবরোধে সামিল গ্রামবাসীরা মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হন। খারাপ রাস্তার জন্য এমন দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk