National

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে এক সুরে বিঁধলেন রাহুল-মমতা

Published by
News Desk

নোট বাতিলের সিদ্ধান্ত অকার্যকরী প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী ৫০ দিন সময় চেয়েছিলেন। বলেছিলেন যদি এই সময়ের মধ্যে নোট সমস্যার সমাধানে অগ্রগতি না হয় তবে তিনি জবাব দেবেন। ৫০ দিনের মধ্যে ৪৭ দিন অতিবাহিত এখনও দেশ জুড়ে মানুষ টাকার সমস্যায় ভুগছেন। এই অবস্থার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। নোট বাতিল ইস্যুতে পরবর্তী কর্মসূচি স্থির করতে মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের ডাকে বিরোধী দলগুলির বৈঠকের পর এমনই জানালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে বেসলেস ও ফেসলেস সরকার বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি নোট বাতিলের মত এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে বিষয়টি উত্থাপন করা মোদীর সরকারের অবশ্য কর্তব্য ছিল বলেও দাবি করেন মমতা। তিনি দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। মানুষের হাতে টাকা নেই। অনেকে খেতে পাচ্ছেন না। ব্যাঙ্কের ওপর থেকেও মানুষের বিশ্বাস ক্রমশ উঠে যাচ্ছে। বিদেশ থেকে টাকা ফেরানোর কথা বললেও মোদী সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে দাবি করে মমতা বলেন, কেন্দ্রের প্রতিবাদ করতে গেলেই দুর্নীতির অভিযোগ করে হেনস্থা করা হচ্ছে। এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ফের একবার সাহারা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেঁধেন। এই অভিযোগ সত্যি কিনা তা নিয়ে মুখ খোলা নিয়ে এদিন ফের একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাহুল।

 

Share
Published by
News Desk