National

ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে টুকরো করলেন আক্রান্ত যুবক

Published by
News Desk

সাপের বিষাক্ত ছোবলকে ভয় পান না এমন মানুষ বড় একটা নেই। ঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছতে পারলে মানুষ বেঁচে হয়তো যান কিন্তু এখনও মানুষ সাপের ছোবল খেলে যমরাজকে সামনে দেখতে শুরু করেন। ফলে সাপ ছোবল মারতে ফণা তুললে হয় সে মানুষকে ছোবল মারে অথবা কোনওক্রমে সাপের নাগাল থেকে পগার পার হন মানুষ। কিন্তু এমন কাণ্ডও যে হতে পারে তা বোধহয় কেউ ভাবেননি।

রাতের অন্ধকার। তারমধ্যেই মদ্যপ অবস্থায় ঘরে ছিলেন রাজ কুমার। তাঁর বাবা বাবু রাম জানান, তাঁর ছেলে মদ্যপ অবস্থায় ঘরের মধ্যেই ছিলেন। এমন সময় সাপটি ঘরে ঢোকে। ঘরে ঢুকে রাজ কুমারকে ছোবল মারে সাপটি। সাপের ছোবল খাওয়ার পর রাজ কুমার ধরে ফেলেন সাপটিকে। তারপর তাকে কামড় দিতে শুরু করেন। পরপর কামড়ে সাপটি এক সময়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ওখানে মারা যায় সাপটি। এদিকে আশঙ্কাজনক অবস্থায় রাজ কুমার হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে উত্তরপ্রদেশের এটা জেলার আসরাউলি গ্রামে। চিকিৎসকেরা জানিয়েছেন রাজ কুমারের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রাজ কুমারের দরিদ্র পরিবার এই ঘটনায় লজ্জিত। তাঁদের ছেলে একটি সাপকে এভাবে কামড়ে ছিঁড়ে শেষ করে দেবে এটা তাঁদের ভাবনার অতীত। সাপের খণ্ডবিখণ্ড দেহাংশকে এক জায়গায় করে তা মাটিতে পুঁতে দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk