National

দল ও ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা, বিপাকে মায়াবতী

Published by
News Desk

নোট বাতিলের পর মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্টে ফেলার অভিযোগ উঠল মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির বিরুদ্ধে। মায়াবতীর ভাই আনন্দ কুমারের অ্যাকাউন্টেও কোটি টাকা পড়েছে বলে জানতে পেরেছে ইডি। নোট বাতিলের পর ভারতের বিভিন্ন ব্যাঙ্কের কোন কোন অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা জমা পড়েছে তা খুঁজতে গিয়ে ইডি দেখে দিল্লির করোল বাগে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় বিএসপি-র একটি অ্যাকাউন্টে ১০৫ কোটি টাকা জমা হয়েছে। যার মধ্যে পুরানো ১০০০ টাকার নোটে ১০২ কোটি টাকা ও পুরানো ৫০০ টাকার নোটে বাকি ৩ কোটি টাকা জমা হয়েছে। ওই অ্যাকাউন্টে একদিন অন্তর ১৫-১৭ কোটি টাকা করে জমা পড়েছে বলেও জানতে পারে ইডি। এছাড়া ওই শাখায় আরও একটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে তারা। যে অ্যাকাউন্টটি মায়াবতীর ভাই আনন্দ কুমারের। সেখানে নোট বাতিলের পর ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্কের কাছে ওই দুটি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে ইডি। চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও।

 

Share
Published by
News Desk