National

ভর সন্ধেবেলা তরুণীকে ভরা বাসস্ট্যান্ডে কোপাল যুবক

Published by
News Desk

সন্ধে ৭টা। বাসস্ট্যান্ড মানেই সেখানে ভিড় থাকবে। আর অমন ভর সন্ধেবেলা মানে তো ভিড় থাকবেই। ওই ভিড়ের সামনেই এক তরুণীকে ছুরি দিয়ে কোপাল এক যুবক। তবে পালাতে পারেনি। বেশ কয়েকবার ছুরির কোপ বসানোর পর পালানোর চেষ্টা করলে আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে ধরে ফেলেন। ব্যাপক মারধরও করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধেয় দিল্লির ভোগাল এলাকায়। পুলিশ জানাচ্ছে, সবে ২০ বছর পার করা ওই তরুণী একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। সরাই কালে কানা এলাকায় থাকেন দাদার সঙ্গে। ওই এলাকারই যুবক অভিযুক্ত। ওই তরুণীর সঙ্গে তার আলাপও ছিল। শুক্রবার সন্ধেয় কাজ থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। তখনই ভোগাল বাস স্ট্যান্ডে তাঁর পথ আটকায় ওই যুবক। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর সকলের সামনেই ছুরি বার করে ওই তরুণীকে কোপাতে থাকে ওই যুবক।

রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তরুণীর দাদাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তরুণীর দাদাও বলতে পারছেন না যে ওই যুবকের সঙ্গে তাঁর বোনের কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা। ওই তরুণী সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে অনেককিছু হয়তো পুলিশের কাছে পরিস্কার হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk