National

গণধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের কাছে পরিবার

Published by
News Desk

এক কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ভিডিও তুলে তা ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়। আর তারপরই পুলিশের কাছে হাজির হয় ওই কিশোরীর পরিবার। অভিযোগ দায়ের করে। প্রশ্ন উঠছে গত ৮ জুলাই হওয়া সেই গণধর্ষণের অভিযোগ জানানোর কথা কেন মনে হল না পরিবারের। কেনই বা ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের পুলিশের কাছে যাওয়ার কথা মনে পড়ল!

ওড়িশার সুন্দরগড় জেলার হারপালি বস্তি লাগোয়া জঙ্গলে ওই ১৭ বছরের কিশোরীকে তুলে নিয়ে যায় ৮ থেকে ১০ জন তরুণ। অভিযোগ, জঙ্গলে ওই কিশোরীকে গণধর্ষণ করে তারা। সেই গণধর্ষণের ভিডিও তোলে তারা। তারপর তা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আলোড়ন পড়েছে এলাকায়। ঘটনার পর কিন্তু ওই কিশোরীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। হল ভিডিও ভাইরাল হওয়ার পর। গত সোমবার।

এই ঘটনাকে কেন্দ্র করে ওড়িশা বিধানসভায় হুলস্থূল বেধে যায়। বিরোধীরা সোচ্চার হন সরকারের বিরুদ্ধে। এই ঘটনাকে সামনে রেখে বিরোধীরা রাজ্যে বেড়ে চলা শিশুদের প্রতি যৌন অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেন। ওড়িশার বহু শিশু উধাও হয়ে যাচ্ছে। তাদের কোনও খোঁজ নেই। এই অভিযোগেও সোচ্চার হন তাঁরা। বিরোধী বিজেপি ও কংগ্রেস বিধায়কদের হট্টগোলে বিধানসভার অধিবেশন পর্যন্ত স্থগিত হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk