National

‘বাজপেয়ীজি নেই, কিন্তু তাঁর স্মৃতি চিরদিন বেঁচে থাকবে’, শকুন্তলার বক্তব্যে অস্বস্তিতে বিজেপি

Published by
News Desk

মদন মোহন মালব্যর ১৫৫ তম জন্মদিবস ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯২ তম জন্মদিনে আলিগড়ের ধর্মজ্যোতি মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে উঠে আলিগড়ের মেয়র শকুন্তলা ভারতী বলেন, বাজপেয়ীজি না থাকলেও তাঁর স্মৃতি চিরদিন বেঁচে থাকবে।

বিজেপি নেত্রী তথা মেয়রের এমন বক্তব্যে বিতর্ক আছড়ে পড়ে। যদিও পরে নিজের ভুল শুধরে শকুন্তলা দেবী দাবি করেছেন যে মদন মোহন মালব্য সম্পর্কে বলতে গিয়ে মুখ ফস্কে বাজপেয়ীজির নাম বেরিয়ে পড়ে। কিন্তু সে সাফাইয়ে বিতর্কে জল ঢালা যায়নি। দলের মধ্যেই অনেকে বলতে শুরু করেছেন, এতটা দায়িত্বজ্ঞানহীন কাউকে আগামী দিনে কোথাও বক্তৃতা দিতে দেওয়াই উচিত নয়।

Share
Published by
News Desk