National

এক মহিলাকে জ্যান্ত পুড়িয়ে দিল গ্রামের কয়েকজন

Published by
News Desk

একটি জমিকে কেন্দ্র করে ঝগড়া। সেই ঝগড়ার মাত্রা ক্রমে বাড়তে থাকে। গত সোমবার রাতে ঝগড়া চরম আকার নেয়। ৩৪ বছরের অনুরাধা আহিওয়ার একাই মৌখিক লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন কয়েকজনের সঙ্গে। তারাও গ্রামেরই বাসিন্দা। ঝগড়া চরমে পৌঁছলে ওই ব্যক্তিরা অনুরাধার জমি তছনছ করে দেয়। তারপর গ্রামের মাঝেই অনুরাধার গায়ে তেল ঢেলে দেয়।

তেলে ভেজা অনুরাধাকে আর সময় দেয়নি তারা। দ্রুত তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। দাউদাউ করে জ্বলতে থাকেন ওই মহিলা। গ্রামবাসীরা তাঁর গায়ের আগুন কোনওক্রমে নেভাতে পারলেও ততক্ষণে অনুরাধার অনেকটা অংশই পুড়ে গেছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় অনুরাধার।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার গিনজারা গ্রামে। এই ঘটনায় অভিযুক্তরা সকলেই পলাতক। অনুরাধার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীরা থাকতেও এক মহিলাকে এভাবে জ্যান্ত জ্বালানোর ঘটনায় রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk