National

প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে মৃত ১১ সেনা ও ১ মহিলা

Published by
News Desk

প্রবল বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে। সেই একটানা প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় মাটি আলগা হয়ে ভেঙে পড়ল একটি ৪ তলা বাড়ি। বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয় ১১ জন ভারতীয় সেনা ও বাড়ির মালিকের স্ত্রীর। ঘটনায় ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েন অনেকে। তাঁদের ধীরে ধীরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ১৭ জন সেনাকর্মীকে উদ্ধার করা হয়। উদ্ধার হন ১১ জন সাধারণ নাগরিকও। এনডিআরএফ, সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালায়।

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুমারহাটি শহরে। বাড়িটি যখন ভেঙে পড়ে তখন সেখানে উপস্থিত ছিলেন অসম রাইফেলসের সেনা কর্মীরা। তাঁরা ওই বাড়ির নিচের রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করছিলেন। ঘটনাটি ঘটে গত রবিবার বিকেল ৪টে নাগাদ। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে বাড়িটির চতুর্থ তলটি ভেঙে পড়ে। তারপর পুরো বাড়িটাই তাসের ঘরের মত ভেঙে পড়ে।

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দ্রুত ঘটনাস্থলে হাজির হন। যাঁদের স্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী সঙ্গে হিমাচল প্রদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন। গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে তিনি জেনেছেন যে বাড়িটি নাকি বিল্ডিং প্ল্যান মেনে তৈরিই হয়নি। বাড়ির মালিক সলীল কুমারের বিরুদ্ধে এফআইআর করারও নির্দেশ দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk