National

নোট বাতিল ইস্যুতে পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠক ডাকল কংগ্রেস

Published by
News Desk

নোট বাতিল কাণ্ডে পরবর্তী রণকৌশল স্থির করতে মঙ্গলবার দিল্লিতে সব বিরোধী দলকে নিয়ে বৈঠকের ডাক দিল কংগ্রেস। সেখানেই স্থির হবে নতুন বছরে নোট বাতিল ইস্যুতে বিরোধীদের রণকৌশল। বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠকেরও কথা রয়েছে। সেখানেই পরবর্তী রণকৌশল সম্বন্ধে জানানো হবে। এদিকে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে সোমবারই দিল্লির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূল বলেই নয়, অন্যান্য অনেক দলই যোগ দিচ্ছে বৈঠকে।

কিন্তু নাও দেখা যেতে পারে বাম দলগুলিকে। যোগ দেওয়া নিয়ে অনীহা দেখিয়েছে এনসিপি, বিএসপি, জেডিইউ। তাদের দাবি, প্রত্যেক দল নিজের মত করে নোট বাতিল ইস্যুতে ঘুঁটি সাজাতে ব্যস্ত। সংসদের মধ্যে যৌথ কর্মসূচি আলাদা বিষয়। কিন্তু বাইরে তারা কংগ্রেসের সঙ্গে মঞ্চে ভাগ করে নেবে কিনা তা দলের মধ্যে এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও তৃণমূলের মত অন্যতম শক্তিশালী বিরোধীদলকে পাশে পাওয়া কংগ্রেসের নিশ্চিত। ফলে সেদিক থেকে বৈঠকের সাফল্য সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Share
Published by
News Desk