শনিবার সকালে একটি রবার কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। আগুন লেগে যাওয়ায় কারখানার মধ্যে থাকা কর্মীরা দ্রুত বাইরে বার হওয়ার চেষ্টা করেন। সেই সময় কারখানার ভিতর ছিলেন ৭০ জন কর্মী। অধিকাংশ কর্মী বেরিয়ে আসতে পারলেও ৩ জন কারখানার ভিতরেই আটকা পড়েন। আগুনের হাত থেকে রেহাই পাননি তাঁরা। আগুনে তাঁদের শরীরের বেশ কিছুটা অংশ জ্বলে যায়। ২ জন পুরুষ ও ১ জন মহিলা দগ্ধ হন। দমকল তাঁদের মৃতদেহগুলি পরে উদ্ধার করে।
আগুন লাগার পর তা দ্রুত কারখানাটিকে গ্রাস করে। দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। আগুনকে ঘিরে ফেলার কাজ শুরু হয় প্রথমে। যাতে তা আশপাশে ছড়িয়ে পড়তে না পারে। আগুনকে ঘিরে ফেলার পর কারখানাটিতে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুন ক্রমে নিয়ন্ত্রণে আসতে থাকে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির দিলশাদ গার্ডেন এলাকার ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। দমকলের সঙ্গে সঙ্গে পুলিশের পদস্থ আধিকারিকরাও হাজির হন সেখানে। আগুন লাগার সঠিক কারণ এখনও পরিস্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন নেভার পর তদন্ত করলে তারপরই আসল কারণ পরিস্কার হবে বলে জানাচ্ছে দমকল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













