National

গাড়ির মধ্যে আইপিএস অফিসার ও বান্ধবীর গুলিবিদ্ধ দেহ

Published by
News Desk

জয়পুরের শিবদাসপুর এলাকা থেকে উদ্ধার হল জয়পুর এসটিএফের অতিরিক্ত পুলিশ সুপার আশিস প্রভাকরের গুলিবিদ্ধ দেহ। গাড়িতে পাশের সিটেই পড়ে ছিল তাঁর বান্ধবীরও গুলিবিদ্ধ দেহ। পুলিশের অনুমান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে বান্ধবীকে হত্যা করে নিজেকে গুলি করেন আশিস। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যেখানে আশিস দাবি করেছেন তাঁকে নিরন্তর ব্ল্যাকমেল করা হচ্ছিল। দুঁদে পুলিশ অফিসার হিসাবে আশিস প্রভাকরের সুনাম ছিল। দেশে গোপনে গড়ে ওঠা আইএস নেটওয়ার্কের কথাও প্রকাশ্যে আনেন তিনিই। এমন এক পুলিশ অফিসারকে কে ব্ল্যাকমেল করছিল তা নিয়ে ধন্ধে পুলিশ। গত ১৫ দিন ধরে বাড়িতেও ফেরেননি আশিস। প্রথমে বেপাত্তা থাকলেও কয়েকদিন পর তাঁর খোঁজ পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে নিজেই পুলিশে ফোন করে জানান, শিবদাসপুরে একটা বাড়ি ভেঙে পড়েছে। পুলিশ যেন দ্রুত সেখানে হাজির হয়। পুলিশ এসে তাঁর দেহ গাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে। গাড়িতে মৃত অবস্থায় পড়ে থাকা বছর ৩০-এর ওই বান্ধবীই তাঁকে কোনও কারণে ব্ল্যাকমেল করছিলেন, নাকি এই হত্যারহস্যের পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Share
Published by
News Desk