National

গঙ্গোত্রী জঙ্গলে বিরল দর্শন স্নো লেপার্ড, চর্চা তুঙ্গে

Published by
News Desk

এ প্রাণির দেখা মেলা ভার। কদিচ কখনও আচমকাই চোখে পড়ে যায় এই বিরল প্রজাতির লেপার্ড। যা বিশ্বে স্নো লেপার্ড হিসাবে পরিচিত। স্নো লেপার্ড বা তুষার লেপার্ড সাধারণত পাহাড়ের উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। এই প্রাণি বিরল প্রজাতির মধ্যেও পড়ে। ভারতে এই প্রাণি যথেষ্ট বিরল। তবে সেই বিরল স্নো লেপার্ডের এবার দেখা মিলল গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে।

অতি বিশাল এই অভয়ারণ্যের মধ্যেই পাহারারত ছিলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের এক কর্মী। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে একটি স্নো লেপার্ড। অভয়ারণ্যের মধ্যেই হিমালয়ের কোলে একটি পাহাড় বেয়ে উঠতে দেখা গেছে স্নো লেপার্ডটিকে। একটি ব্রিজ পার করে সেটি পাহাড় বেয়ে উঠতে শুরু করল। এই দৃশ্য ধরা পড়েছে ওই ভিডিওতে। কবে শেষবার স্নো লেপার্ড এখানে দেখা গেছে তা কার্যত বিস্মৃত অনেকের কাছে। তাই স্নো লেপার্ডের দেখা মেলায় রীতিমত হৈচৈ পড়েছে।

প্রথমে ভিডিওটি বন দফতরের কাছে আসে। তারপর সেখান থেকে সেটিকে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ডেপুটি ডিরেক্টর সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেন। যা ভাইরাল হতে সময় নেয়নি। ২ হাজার ৩৯০ বর্গ কিলোমিটার জুড়ে থাকা বিশাল গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক অবশ্য স্নো লেপার্ড থেকে বন্য ছাগল, রঙিন বিরল দর্শন পাখীদের স্বর্গরাজ্য। যেসব প্রাণি বিশ্ব জুড়ে বিরল তা এই হিমালয়ের কোলের অভয়ারণ্য মাঝেমধ্যে চোখে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk