National

ফ্রি-তে কোল্ড ড্রিংকস দিতে না চাওয়ায় চাওয়ালাকে গুলি করে হত্যা

Published by
News Desk

এক চাওয়ালাকে গুলি করে পালাল দুষ্কৃতিরা। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতিরা। ৩ জন ছিল বাইকে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। বুধবার রাতে এই ঘটনা ঘটে। এভাবে ভরা বাজারে একজনকে গুলি করে পালানোর ঘটনায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাটনা শহরে। পুলিশ জানাচ্ছে, ঘটনার সূত্রপাত গত ২৫ জুন। ওদিন মহম্মদ ফৈজাদ নামে ওই চাওয়ালার দোকানে হাজির হয় ৩ জন। তারা চা খাওয়ার পাশাপাশি ফ্রিতে কোল্ড ড্রিংকস চায়। এলাকায় ত্রাস হিসাবে পরিচিত তারা। ফলে তাদের হয়তো ধারণা ছিল আতঙ্কে চাওয়ালা তাদেরকে ফ্রি কোল্ড ড্রিংকস দিয়ে দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ফ্রিতে কেন তিনি কোল্ড ড্রিংকস দেবেন তা পাল্টা জানতে চান ফৈজাদ।

ফৈজাদ ফ্রিতে কোল্ড ড্রিংকস দিতে অস্বীকার করায় তাঁর সঙ্গে ওই ৩ দুষ্কৃতির প্রবল ঝগড় শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষে। কিন্তু নিজের অবস্থানে অনড় ফৈজাদ বিনামূল্যে কোল্ড ড্রিংকস দেননি। ওদিন অবশ্য ঝগড়ার পর ফিরে যায় দুষ্কৃতিরা। অবশেষে ফৈজাদকে গুলি করে হত্যা করে সেই ঘটনার বদলা নিল তারা গত বুধবার রাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk