National

পার্টটাইম রাজনীতিবিদের ভিত্তিহীন অভিযোগ : বিজেপি

Published by
News Desk

রাহুল গান্ধী একজন পার্টটাইম রাজনীতিবিদ, তাঁর কথায় দেশবাসী গুরুত্ব দেন না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ সামনে এনেছেন তিনি। এটা তাঁর একান্তই মনগড়া কথা। দেশের মানুষ প্রধানমন্ত্রীকে চেনেন। তাই কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝে যাবেন রাহুল মনগড়া অভিযোগ সামনে এনেছেন।

এদিন রাহুলের বোমার পর এটাই ছিল বিজেপির তাৎক্ষনিক প্রতিক্রিয়া। পাল্টা রাহুলই ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে ছাড়া পেয়ে জেলের বাইরে আছেন বলে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। তাঁদের আরও দাবি, অগস্তাওয়েস্টল্যান্ড দুর্নীতিতেও রাহুল গান্ধীর পরিবারের নাম জড়িয়েছে। তবে রাহুলের এদিনের ব্রহ্মাস্ত্র যে পদ্মশিবিরকে কার্যতই অস্বস্তিতে ফেলে দিয়েছে তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

Share
Published by
News Desk