National

গাড়ি থেকে লোহার রড বার করে মার, গ্রেফতার তরুণী

Published by
News Desk

গাড়ির স্টিয়ারিং ছিল ২৫ বছরের এক তরুণীর হাতে। বেশ চলছিল রাস্তা দিয়ে। একসময় সে তার মারুতি এসএক্সফোর গাড়িটিকে পেছানোর চেষ্টা করে। অভিযোগ, অত্যন্ত বেপরোয়াভাবে ওই তরুণী গাড়িটি পেছোনোর চেষ্টা করে। সেই সময় ওই গাড়িটির পিছনে ছিল অন্য একটি গাড়ি। সেই গাড়িতে সওয়ার এক যুবক এমন বেপরোয়াভাবে গাড়ি পিছনে নেওয়ার বিরোধিতা করেন। আর তাতেই লাগে ঝগড়া।

যেমন বেপরোয়াভাবে শীতল শর্মা নামে ওই তরুণী গাড়িটি পিছনে নিয়েছিল তেমনই বেপরোয়া ভঙ্গিতে ঝগড়া চিৎকার শুরু হয়। এই অবস্থা কিছুক্ষণ চলার পর আচমকাই গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়ে বেরিয়ে আসে ওই তরুণী। তারপর গাড়ি থেকে একটা লোহার রড বার করে শীতল। সেই রড নিয়ে এগিয়ে এসে নীতীশ নামে ওই যুবককে পেটাতে শুরু করে সে। সকলের সামনে প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে অনেকেই অবাক হয়ে যান।

ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। ওই তরুণী মোহালির বাসিন্দা। ঘটনার পর পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে এই ঘটনা যখন ঘটে তখন রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। রাস্তার ওপর চলা এই ঘটনায় কোনও দিকের গাড়িই এগোতে পারছিল না। অনেকে গাড়িতে না বসে থেকে বেরিয়ে দেখার চেষ্টা করেন ঘটনাটি কী ঘটছে। অনেকে ঘটনার ভিডিও করেন। সেই ভিডিও নিমেষে ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk