National

প্যারোল চাইছে ‘ধর্ষকবাবা’, সমর্থনে পাশে দাঁড়ালেন মন্ত্রী

Published by
News Desk

ধর্ষকবাবা হিসাবেই এখন পরিচিত স্বঘোষিত বাবা গুরমিত রাম রহিম। ডেরা সচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিমের বহু ভক্ত রয়েছেন হরিয়ানায়। হিসারে এই স্বঘোষিত বাবার আশ্রমে তারই ২ তরুণী আশ্রমিক ভক্তকে ধর্ষণ করার অভিযোগে ২০১৭ সালে তার ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। তারপরও সাংবাদিক হত্যার মত ঘটনায় সাজা পায় এই স্বঘোষিত বাবা।

২০১৭ সালের পর থেকে জেলেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই ধর্ষকবাবা। ৫১ বছর বয়সী রাম রহিম এবার প্যারোলে মুক্তির জন্য আবেদন জানিয়েছে। ৪২ দিনের প্যারোল চেয়েছে। রোহতকের সুনারিয়া জেলে আপাতত বন্দি রয়েছে রাম রহিম। রাম রহিমকে গ্রেফতার করার বিষয়টি সামনে আসার পর তার ভক্তরা যে তাণ্ডব হরিয়ানার বিভিন্ন শহরে দেখান তা খবরের শিরোনামে জায়গা পায়। সরকারি সম্পত্তি নষ্ট, সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব, অগ্নিসংযোগ কি না হয়েছে। তারপরও প্যারোল চাওয়া তার গ্রাহ্য হবে কী?

প্যারোল গ্রাহ্য হবে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে গুরমিত রাম রহিমের পাশে দাঁড়িয়ে তার প্যারোল মঞ্জুরের পক্ষে সওয়াল করেছেন হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজ। একটি চ্যানেলকে তিনি জানিয়েছেন প্যারোল গুরমিতের অধিকার। তার কারণ হিসাবে জেলে গুরমিতের ভাল ব্যবহারের যুক্তি দিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর এহেন বক্তব্যের পর এখন দেখার এই ধর্ষকবাবার প্যারোল গ্রাহ্য হয় কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk