National

যুবতীর মুখে কাঁচির কোপ বসিয়ে দিল দরজি

Published by
News Desk

উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে বছর ৩০-এর এক যুবতীর মুখে কাঁচির কোপ বসিয়ে দিল এক দরজি। যুবতীর মুখ আঘাতে রক্তাক্ত হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। এক যুবতীর মুখে আঘাত তাঁর জন্য কতটা ভয়ানক তা অনুমেয়। এদিকে ঘটনার জেরে ওই দরজিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দরজির ২ সঙ্গীকেও।

পুলিশ জানাচ্ছে, ওই যুবতীর ২ বোনও রয়েছেন। তাঁদেরই ১ জনকে ওই দরজি গত সোমবার কটূক্তি করে। টানা নানা ধরনের ব্যঙ্গোক্তি করে। তারই প্রতিবাদ জানাতে ব্রিজেশ নামে ওই দরজির বাড়িতে হানা দেন ওই যুবতী। সঙ্গে ছিলেন তাঁর ২ বোনও। দিল্লির নাগলোই এলাকায় ব্রিজেশের বাড়িতে হাজির হয়ে ব্রিজেশকে কড়া ভাষায় আক্রমণ করেন ওই যুবতী। কেন তাঁর বোনকে এমন কটূক্তি সে করেছে তার জবাব চান।

২ পক্ষে কথা কাটাকাটি ক্রমশ ঝগড়ায় গড়ায়। তারপর তা আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময়ে মাথার ঠিক রাখতে না পেরে ব্রিজেশ ওই যুবতীর মুখেই সজোরে কাঁচি দিয়ে আঘাত করে। রক্তাক্ত হন ওই যুবতী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশে গোটা ঘটনা খতিয়ে দেখছে। তদন্ত শুরু হয়েছে। ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk