National

টয়লেটে জোড়াল বিস্ফোরণ কাড়ল ২ শিশুর প্রাণ

Published by
News Desk

টয়লেটটি তৈরি হয়েছিল সরকারি প্রকল্পের আওতায়। তৈরি করেছিলেন শিবপূজন বিন্দ নামে এক ব্যক্তি। তাঁরই বাড়ির টয়লেট। তবে সরকারি প্রকল্পের আওতায় টয়লেট বানানো হলেও তা টয়লেট হিসাবে ব্যবহার হত না। ব্যবহার হত স্টোর রুম হিসাবে। সেখানে মালপত্র মজুত করে রাখা থাকত। সেই তথাকথিত টয়লেটের সামনেই খেলা করছিল ৩টি শিশু। আচমকাই প্রবল বিস্ফোরণ হয় সেখানে। গোটা গ্রাম আঁতকে ওঠে সেই বিস্ফোরণের বিকট শব্দে।

বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশুর। আহত হয় ১ শিশু। তারও অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার চিকিৎসা চলছে। মৃত ২ শিশুর মধ্যে ১ জনের বয়স ৪ বছর। নাম বিজয় শঙ্কর। বিজয় ওই টয়লেটের মালিক শিবপূজনের ছেলে। মৃত্যু হয়েছে ১ ছোট্ট মেয়েরও। ৬ বছরের মেয়েটির নাম সোনম। ৩ জনে ওই টয়লেটের সামনেই খেলা করছিল।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দুবাভল গ্রামে। গ্রামের কয়েকজনের দাবি, বোমাটিকে বল ভেবে ওটা নিয়েই খেলা করছিল ৩ শিশু। তখনই বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওখানে বোমা কীভাবে এল তার খোঁজ শুরু হয়েছে। স্টোর রুমে ঠিক কী স্টোর করা থাকত তাও খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই ২ শিশুর মৃত্যু গ্রামে নামিয়ে এনেছে শোকের আবহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk