Categories: National

শিশুদের হাতে গরম খুন্তির ছেঁকা

Published by
News Desk

খেতে চাইছিলনা তারা। বাচ্চারা খাওয়া নিয়ে যেমন করে থাকে। সেই অপরাধে তাদের গরম খুন্তির ছেঁকা দিয়ে উচিত শিক্ষা দিলেন তাঁদের দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী। মুখে ছেঁকা দেওয়ার কথা স্বীকার না করলেও মর্মান্তিক সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগরের একটি সরকারি অনাথ আশ্রমে। পাঁচবছরেরও কম বয়সী এসব শিশুর হাতে ঘায়ের মত দেখে প্রথমে সন্দেহ হয় সেখানে পর্যবেক্ষণে আসা কয়েকজন সমাজসেবীর। তাঁরাই বিষয়টি প্রথম করিমনগর প্রশাসনের কর্তাদের জানান। পরে বিষয়টি নিয়ে খোঁজ করতে গেলে ছেঁকা দেওয়ার কথা অস্বীকার করেন অনাথ আশ্রমের কর্মীরা। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখতেই সব জলের মত পরিস্কার হয়ে যায়। পরে বাচ্চাদের জিজ্ঞেস করা হলে তারা সবকিছু জানায়। সাতটি শিশুর হাতের ঘা এখনও দগদগে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন করিমনগর প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক।

Share
Published by
News Desk