National

দলা পাকানো গাড়ি থেকে বার হল ৫টি দেহ, আরও ১ মৃত্যু হাসপাতালে

Published by
News Desk

ইদ পালন করতে সকলে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। সেখান থেকেই টয়োটা ইনোভায় চড়ে ফিরছিলেন ১২ জন। একই পরিবারের লোকজন। ইদের খুশি পালন করে উত্তরপ্রদেশের শামলি থেকে ফিরছিলেন হরিয়ানার সিরসায়। কিন্তু সেই ফেরা আর হলনা। রাস্তায় শেষ হয়ে গেল ১২ জনের মধ্যে ৬ জনের জীবন। বাকি ৬ জন চিকিৎসাধীন। এক ভয়ংকর দুর্ঘটনায় ম্লান হয়ে গেল ইদের সব খুশি।

শামলি থেকে সিরসা ফেরার পথে পড়ে ঝিন্দ। হরিয়ানার ঝিন্দ জেলায় হাইওয়ের ওপর গতিতে ছুটে চলা এসইউভি-টিতে সোজা এসে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক। মুখোমুখি সংঘর্ষ হয়। যাতে গাড়িটার যা পরিস্থিতি হয় তা দেখে আঁতকে ওঠেন আশপাশের মানুষ। প্রচণ্ড শব্দ পেয়ে তাঁরা ছুটে আসেন সেখানে। হাজির হয় পুলিশও।

দলা পাকানো গাড়ি থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় একে একে দেহ বার করে আনা হয়। ৫টি দেহ উদ্ধার হয়। বাকিদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। ঘটনাটির জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে সব সরিয়ে ফের রাস্তা স্বাভাবিক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk