National

কালো টাকার কারবারিদের শেষ সুযোগ দিল কেন্দ্র

Published by
News Desk

ম্যাচে ফের সুযোগ। আর এটাই শেষ সুযোগ। এরমধ্যে ব্যাঙ্কে জমা দেওয়া কালো টাকা নিজে থেকে ঘোষণা করলে ৫০ শতাংশ কর কেটে সেই বাকি টাকা আইনানুগভাবেই রাখার সুযোগ নিশ্চিত করবে কেন্দ্র। কিন্তু তা না করে যদি কেউ তারপরও কালো টাকা সম্বন্ধে সরকারকে কিছু না জানান তবে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে সরকার। অন্যদিকে কালো টাকা ঘোষণা করলে তাঁদের ভয়ের কোনও কারণ নেই। তাঁদের কর কাটা বাদ দিয়ে আর কোনও শাস্তি বহন করতে হবে না। শুক্রবার একথা ঘোষণা করলেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় এই কর কেটে মুক্তির রাস্তা খোলা থাকছে সকলের জন্য। কালো টাকার কারবারিদের ফের একবার সুযোগ দিল সরকার।

 

Share
Published by
News Desk