National

শহর থেকে টেস্ট করিয়ে ফেরার পথে মৃত ৫, আশঙ্কাজনক ২

Published by
News Desk

চিকিৎসকের পরামর্শমত অনেক সময় শারীরিক পরীক্ষানিরীক্ষা করতে বড় শহরে যেতে হয় গ্রামবাসীদের। সেইমতই তাঁরা বেরিয়েছিলেন বাড়ি থেকে। গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন বিশাখাপত্তনমে। সেখানে শারীরিক পরীক্ষার পর ফের ওড়িশার খুশেইগুদা গ্রামে ফিরছিলেন এক পরিবারের ৬ জন। আর ছিলেন গাড়ির চালক। ২৬ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুতগতিতে ফিরছিল গাড়িটি। সেই সময় গাড়িটির সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। ২ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যারমধ্যে একজন মহিলা।

ঘটনাটি ঘটে বুধবার সকালে ওড়িশার কালাহান্ডি জেলার জারিং নামক জায়গায়। এখানে জাতীয় সড়কের ওপরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ফলে তার ভিতর থেকে আহত ও নিহতদের বার করতে হিমসিম খেতে হয় পুলিশকে। স্থানীয় মানুষও এই উদ্ধারে হাত লাগান।

আহতদের মধ্যে ১ জনকে বিশাখাপত্তনমে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন তিনি। ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পরে পুলিশ রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk