National

পারিবারিক অনুষ্ঠান সেরে আর বাড়ি ফিরল না গোটা পরিবার

Published by
News Desk

পারিবারিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল গোটা পরিবার। সেখানে চুটিয়ে আনন্দ করার পর এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য একটি ট্রাক্টর ট্রলিতে চেপে বসেছিলেন ৩ মহিলা, ২ শিশু ও ১ পুরুষ। তাঁদের নিয়ে ট্রাক্টর ট্রলিটি রবিবার রাতে ফিরছিল। কিন্তু রাস্তায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে কাটাতে গিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। গতিতে থাকা ট্রাক্টর রীতিমত ডিগবাজি খায় রাস্তায়। ছিটকে পড়েন এক পরিবারের ওই ৬ সদস্য।

৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গত রবিবার রাতে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। নাখুনকা গ্রামে ছিল পারিবারিক অনুষ্ঠানটি। সেখান থেকে ফেরার পথে রাতের অন্ধকারে ঘটে যায় এই দুর্ঘটনা। ফলে আর বাড়ি ফেরা হল না এক পরিবারের ওই ৬ সদস্যের। মর্মান্তিক এই ঘটনার পর আশপাশ থেকে মানুষ ছুটে আসেন উদ্ধারকার্যে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এভাবে এক পরিবারের ৬ সদস্যের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেই আনন্দের রেশ কাটার আগেই একটি পরিবারের এমন পরিণতি আত্মীয়-পরিজনদের শোকের আবহে ঠেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk