National

নির্ভয়া কাণ্ডের স্মৃতি উস্কে দিল রাতের দিল্লিতে ফের ধর্ষণ

Published by
News Desk

নির্ভয়া কাণ্ডের ৪ বছর পূর্তির ঠিক আগের রাতে আর এক নির্ভয়াকে পৈশাচিক লালসার শিকার হতে হল। ‌নয়ডায় চাকরি করতে এসেছিলেন ওই বছর ২০-র তরুণী। দিল্লির এইমসের সামনে থেকে নয়ডা যাওয়ার জন্য গত বৃহস্পতিবার রাতে একটি গাড়িতে ওঠেন তিনি। অভিযোগ নয়ডা নিয়ে যাওয়ার পথে  দক্ষিণ দিল্লির মোতি বাগের কাছে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়ে গাড়িটি। গাড়ির চালক সেখানেই গাড়ির মধ্যে তরুণীকে ধর্ষণ করে। ভাগ্যক্রমে সেই সময়ে ওই সুনসান পথ দিয়ে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। তরুণী চেঁচিয়ে পুলিশের গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে বেগতিক বুঝে চম্পট দেয় ওই চালক। তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে তরুণীর অভি‌যোগক্রমে ওই গাড়িটির চালককে গ্রেফতার করা হয়। এদিকে গাড়িটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো থাকায় সমস্যা আরও ঘোরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে ওই গাড়িটি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যুক্ত নয়। সেখানে ভাড়াও খাটেনা। স্টিকারটি ভুয়ো বলেই মনে করছে পুলিশ।

 

Share
Published by
News Desk