ফাইল : নিষেধ বার্তা
রাস্তায় পানের পিক বা পান মশলার পিক হামেশাই ফেলতে দেখা যায়। নির্দ্বিধায় নতুন রং করা দেওয়ালে পিকের দাগ এঁকে দিতে একবারের জন্যও ভেবে দেখেন না পান বা পান মশলা বিলাসী মানুষজন। বাস বা গাড়ির জানালা দিয়ে হোক বা রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা কথা বলতে বলতে টুক করে খানিক মুখে থাকা পিক ছুঁড়ে দেন রাস্তার ওপর। মানুষের এই বদভ্যাসে দাঁড়ি টানতে যে কঠোর পদক্ষেপের প্রয়োজন তা মেনে নিচ্ছিলেন সকলেই। কিন্তু হচ্ছিল কই! এবার কিন্তু হল। আর বিষয়টি রাষ্ট্রও করে দেওয়া হল। যাতে পান বা পান মশলা বিলাসীদের কাছেও খবরটা পৌঁছয়।
ঘটনাটি ঘটেছে আমেদাবাদে। আমেদাবাদ পৌরসভা এক ব্যক্তিকে পাবলিক প্লেসে পান মশলার পিক ফেলার অভিযোগে জরিমানা করেছে। ১০০ টাকা জরিমানা গুনতে হয়েছে তাঁকে। মহেশ কুমার নামে ওই ব্যক্তি আমেদাবাদের নারোদা এলাকার বাসিন্দা। এখানে সর্দার বল্লভভাই প্যাটেল রোডের কাছে রাস্তার ওপর পান মশলার পিক ফেলেন মহেশ কুমার। সেই দৃশ্য রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে জনস্বাস্থ্য আইন লঙ্ঘন করার অভিযোগে মহেশের বিরুদ্ধে ই-মেমো ইস্যু করে আমেদাবাদ পৌরসভা।
মহেশ কুমারকে পিক ফেলার অভিযোগে ১০০ টাকা জরিমানা করার পর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে পৌরসভা। তাতে তারা দাবি করে এমন উদাহরণ দেশে এই প্রথম। তবে আমেদাবাদ পৌরসভার এই পদক্ষেপ তারিফযোগ্য। কিন্তু এই পদক্ষেপকে বিচ্ছিন্ন ঘটনা করে রেখে না দিয়ে এ ধরণের জরিমানা যদি দেশ জুড়ে চালু করা যায় তবে পান বা পান মশলার পিক ফেলার এই বহুজনীন অভ্যাসে লাগাম দেওয়া সম্ভব বলে মনে করছেন অনেকেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…