National

অভিজাত হোটেলের ঘরে তরুণীর রক্তাক্ত দেহ, সিসিটিভিতে ধরা পড়ল ২ রহস্যময়

Published by
News Desk

যথেষ্ট অভিজাত হোটেল। স্টার থাকা হোটেল যাকে বলে। তেমন এক অভিজাত হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক ২৫ বছরের তরুণীর রক্তাক্ত দেহ। তাঁর ঘাড়ে ছুরির কোপের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘর পরিস্কার করতে হোটেলের ১ কর্মচারি হোটেলটির ঘরে ঢুকতেই তিনি চমকে ওঠেন। ঘরে পড়ে ছিলেন ওই তরুণী। দ্রুত হোটেল কর্তৃপক্ষকে খবর দেন ওই কর্মচারি। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

গত শনিবার ওই তরুণীর দেহ গোয়ার উত্তরপ্রান্তের আরপোরা এলাকার সমুদ্রের ধারের এই হোটেলে পাওয়া যায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই তরুণী আসলে হিমাচল প্রদেশের বাসিন্দা। নাম অলকা সাইনি। তিনি গত ২০ এপ্রিল তাঁর প্রেমিকের সঙ্গে হোটেলে আসেন। একটি ঘর ভাড়া নিয়েই ছিলেন ২ জনে। কিন্তু শনিবার তাঁর দেহ মেলার পর ওই প্রেমিকের আর দেখা মেলেনি। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

এদিকে তদন্ত চালাতে গিয়ে হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। শনিবার হোটেলের ওই ঘর সাফ করতে ঢুকে যখন হোটেল কর্মী ওই তরুণীর ‌দেহ দেখতে পান তার কিছু আগেই ওই ঘর থেকে ২ রহস্যজনক ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাদের দেখা মিলেছে। সেই সূত্রে ধরেই ওই ২ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। যাতে কেউ গোয়া ছেড়ে পালাতে না পারে সেজন্য গোয়ার সব সীমান্তে সতর্কতা জারি হয়েছে। বিমানবন্দরেও নজর রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk