National

বিপাশায় শেষ মহিলা পর্যটকের জীবন

Published by
News Desk

বেড়াতে এসেছিলেন মুম্বই থেকে। এই গরমে মনোরম পরিবেশে হিমালয়ের কোলে কটা দিন কাটানো। একটু আধটু জলক্রীড়ার মজা। সব মিলিয়ে চুটিয়ে অবসর উপভোগ। এসব কথা মাথায় রেখেই মুম্বই থেকে তিনি হাজির হয়েছিলেন হিমাচল প্রদেশের কুলু শহরে। পাহাড়ি শহরে বেজায় কাটছিল। এখানে অনেক বেশি খরস্রোতা বিপাশা নদী। সেখানে তাই অনেকে ব়্যাফ্টিং করে থাকেন।

প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে বিশেষ ধরনের নৌকায় দাঁড় বেয়ে এগিয়ে চলা। এটাই ব়্যাফ্টিংয়ের মজা। আর সেই টানটান মজাটা উপভোগ করতে আরও ৪ জনের সঙ্গে ব়্যাফ্টিং বোটে উঠে বসেছিলেন মুম্বই থেকে কুলুতে বেড়াতে আসা ওই মহিলা। কিন্তু খরস্রোতা বিপাশায় সেই বোট যায় উল্টে। জলে তলিয়ে যেতে থাকেন সকলে। এই অবস্থায় ৪ জনকে প্রাণ থাকাতে উদ্ধার করা সম্ভব হলেও ওই মহিলা জলে তলিয়ে যান।

পরে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিপাশার জলে ব়্যাফ্টিং করতে অনেক পর্যটকই পছন্দ করেন। কিন্তু এই ঘটনা কুলুতে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের জন্ম দিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk