National

সমস্যা মেটাতে ছাপা হচ্ছে প্রচুর ৫০০ টাকার নোট : অর্থসচিব

Published by
News Desk

টাকার সমস্যা মেটাতে প্রচুর পরিমাণে ৫০০ টাকার নোট ছাপা হচ্ছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই নগদ যোগানের সমস্যা মিটে যাবে। শুধু ৫০০ টাকা বলেই নয়, ইতিমধ্যেই ৮০ হাজার কোটি ১০০ টাকার নোটও ছাপা হয়েছে। নোট বাতিলের পরপরই ২০০০ টাকার নোট ছাপায় জোর দেওয়া হলেও এখন ৫০০ টাকার নোট ছাপায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। আমজনতাকে আশ্বস্ত করে অর্থসচিব জানান, টাকার যোগানে যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। দ্রুত ব্যাঙ্কগুলিতে টাকা পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এমনকি যেসব নতুন নোট বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলিও পুনরায় বাজারে ছাড়া শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। ব্যাঙ্ক ও এটিএমে নগদের যোগান পর্যাপ্ত করার সবরকম চেষ্টা চলছে বলেও জানান অর্থসচিব।

 

Share
Published by
News Desk