National

সাইক্লোনের চেহারা নিচ্ছে গভীর নিম্নচাপ

Published by
News Desk

ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সংযোগস্থলে ক্রমশ ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ সাইক্লোনের রূপ ধারণ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও জমাট বেঁধে শক্তিশালী সাইক্লোনের রূপ তারপর তা নিজের জায়গা ছেড়ে এগোতে শুরু করবে।

আপাতত চেন্নাই থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এবার সেটি এগোতে শুরু করে শ্রীলঙ্কার পূর্বপ্রান্তে তাণ্ডব চালাবে। তারপর ক্রমে পৌঁছবে তামিলনাড়ুর সমুদ্রতীরবর্তী বিস্তীর্ণ পূর্ব প্রান্তে। আগামী ৩০ এপ্রিল সন্ধের দিকে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে তা সাগর ছেড়ে ঝাঁপিয়ে পড়বে স্থলভূমিতে।

ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে তামিলনাড়ুর উপকূল হয়ে ওই সাইক্লোন তামিলনাড়ুর স্থলভূমিতে আছড়ে পড়বে আগামী ৩০ এপ্রিল। তবে তার আগে আগামী ২৯ এপ্রিল কিছুটা তাণ্ডব কেরালাতেও চালাবে। কেরালার বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরদিন সন্ধের দিকে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে ঝড় ও প্রবল বৃষ্টি শুরু করবে। বিশেষত উপকূলবর্তী এলাকায়। আগামী ১ মে পর্যন্ত এই বৃষ্টি চলবে। যার জেরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের জীবনযাত্রায় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

সাইক্লোনের গতিবিধির ওপর নজর রাখছেন আবহবিদেরা। তবে ভোটের মধ্যে এই ঝড় কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার যে রুট এবং সময় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে তা কতটা মেলে। কারণ অনেক সময় মুখ ঘুরিয়ে অন্য পথে সাইক্লোনের পাড়ি দেওয়া নতুন কিছু নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk