National

তৈরি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়

Published by
News Desk

জায়গাটা ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সংযোগস্থলে। এখানেই তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও জমাট বেঁধে গভীর নিম্নচাপের রূপ নেবে। তার পরের ২৪ ঘণ্টায় ওই গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। একবার তা সাইক্লোনের রূপ নিলে তারপর তা নিজের জায়গা ছেড়ে এগোতে শুরু করবে। শ্রীলঙ্কার পূর্বপ্রান্ত ধরে তা ক্রমে পৌঁছবে তামিলনাড়ুর সমুদ্রতীরবর্তী বিস্তীর্ণ পূর্ব প্রান্তে। তারপর তা সাগর ছেড়ে ঝাঁপিয়ে পড়বে স্থলভূমিতে।

ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে তামিলনাড়ুর উপকূল হয়ে ওই সাইক্লোন তামিলনাড়ুর স্থলভূমিতে আছড়ে পড়বে আগামী ৩০ এপ্রিল। যার জেরে প্রবল বর্ষণ হবে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়। বিশেষত উপকূলবর্তী এলাকায়। আগামী ১ মে পর্যন্ত এই বৃষ্টি চলবে। যার জেরে তামিলনাড়ুর জীবনযাত্রায় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতেই পারে।

তামিলনাড়ুতে প্রবল বর্ষণ হলে মনে করা হচ্ছে তার কিছুটা প্রভাব এ রাজ্যেও পড়তে পারে। ওই সাইক্লোনের জেরে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অবস্থা ঠিক কেমন হতে পারে তা বোঝা যাবে কয়েকদিন কাটলে। সাইক্লোনের মতিগতি দেখে বোঝা যাবে পশ্চিমবঙ্গে এর প্রভাব কেমন পড়তে পারে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk