National

ভোটের আগে হাইওয়ের ওপর টাকা ভর্তি ট্রাকে আগুন

Published by
News Desk

দাউদাউ করে জ্বলছে একটি ট্রাক। একদম জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের ওপর। সেই আগুন আয়ত্তে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের। একি দেখছেন তাঁরা! ট্রাকের মধ্যে অন্য কিছু জিনিসপত্রের সঙ্গে বোঝাই করা টাকা! সব ভারতীয় মুদ্রা। তবে কিছু নোটবন্দির আগের নোট। অর্থাৎ বর্তমানে বাতিল নোট। আর কিছু নতুন নোট। যা নোটবন্দির পর বাজারে চালু রয়েছে।

অনেক নোট প্রায় পুরোটাই পুড়ে গেছে। অনেক নোট আধপোড়া। কিছু নোটের আবার সামান্যই পুড়েছে। তবে পুড়েছে তাড়া তাড়া নোট। এত টাকা নিয়ে ট্রাকটি কোথায় যাচ্ছিল? এটাই ছিল পুলিশের প্রথম প্রশ্ন।

ট্রাকের চালক ও খালাসিকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কোথা থেকে এসব নোট এল? কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল এসব নোট? কারা এসব নোট নিয়ে যেতে বলেছিল? এত প্রশ্ন করা হলেও পুলিশ জানাচ্ছে ট্রাকের চালক ও খালাসি ২ জনেই তাদের ট্রাকে টাকা থাকার কথা অস্বীকার করে। তাদের দাবি, তাদের জানাই ছিলনা ট্রাকে টাকাও রয়েছে। তারা শুধু জানত কিছু জিনিস রয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভোটের মধ্যে এসব টাকা কী তবে ভোটেই ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? কোনও দল এসব করছিল? কোনও কিছুই পরিস্কার নয়। টাকাগুলি যে ভোটের কাজে ব্যবহারে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও কোনও আলোকপাত করেনি পুলিশ। তবে ট্রাকের টাকা পোড়ার ঘটনা সামনে আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk