National

নন্দা দেবীর ধাক্কায় মৃত ২ হাতি

Published by
News Desk

জঙ্গল এলাকা। তবে এখানে মানুষেরও বসবাস রয়েছে। তার মধ্যে দিয়েই গেছে ট্রেন। দুপাশে জঙ্গলে রয়েছে নানা জন্তু। গত শুক্রবার সেই জঙ্গলের বাসিন্দা এক পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি ও এক হস্তিশাবক একসঙ্গে রেল লাইন পার হচ্ছিল। ঠিক সেই সময়েই ওই লাইন দিয়ে পাস করছিল নন্দা দেবী এক্সপ্রেস। ভোর রাত। ফলে ট্রেন গতিতেই ছিল। গতিতে থাকা ট্রেনটি ওই ২ হাতিকে ধাক্কা মারে। প্রবল গতির ট্রেনের ধাক্কার আঘাত সামলাতে পারেনি ওই ২টি হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

ডিভিশনাল ফরেস্ট অফিসার আকাশ কুমার বর্মা জানান, মৃত ২ হাতির মধ্যে বড় হাতিটির বয়স ২৫-৩০ বছরের মত। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। জায়গাটি জঙ্গল ঘেরা হলেও তা অভয়ারণ্যের অন্তর্গত নয়। তাই ট্রেনের চালকের বিরুদ্ধে এখনই অভিযোগ দায়ের হচ্ছে না। পুরো ঘটনার তদন্ত হবে। তদন্তের পর যদি মনে হয় ট্রেন চালকের গাফিলতি ছিল, তবেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আকাশ বর্মা আরও জানান, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে জঙ্গল থাকলেও তা মূলত লোকালয় হিসাবে পরিচিত। অনেক মানুষের বাস। তাই এখানে ট্রেনের জন্য কোনও স্পিড লিমিট ছিলনা। তবে গোটা ঘটনার তদন্ত হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk