National

ফের উপত্যকায় ব্যাঙ্ক লুঠ

Published by
News Desk

ফের ব্যাঙ্ক লুঠের ঘটনা ঘটল জম্মু কাশ্মীরে। এবার লুঠ হল পুলওয়ামায়। পুলওয়ামায় এদিন ব্যাঙ্ক খোলার পরই সেখানে হানা দেয় বেশ কয়েকজন জঙ্গির একটি দল। ব্যাঙ্কে ঢুকে নগদ ১১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের রন্তিপুরা শাখায় এই লুঠের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে হাজির হলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের লক্ষ করে পাথর বর্ষণ শুরু করেন। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর এই নিয়ে ৩টি ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটল উপত্যকায়।

 

Share
Published by
News Desk