National

রাষ্ট্রপতি ভবনের কর্মচারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Published by
News Desk

রাষ্ট্রপতি ভবনের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ভবনে কর্মরত কর্মচারিদের কোয়ার্টার। সেখানেই তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয় রাষ্ট্রপতি ভবনেরই এক কর্মচারির হাতে। এমনই অভিযোগ করেছেন এক যুবতী। যদিও পুলিশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি রাষ্ট্রপতি ভবনের মধ্যে এমন কোনও কিছু ঘটেছে বলে তাদের কাছে কোনও প্রমাণ নেই। এদিকে ওই যুবতীর অভিযোগ সামনে আসার পর রীতিমত হৈচৈ পড়েছে। লোকজনের মুখে মুখে ঘুরছে এই অভিযোগের কথা। খোদ রাষ্ট্রপতি ভবনের মধ্যে এমন এক ঘটনায় হতবাক অনেকেই।

গত বুধবার দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে ওই যুবতী অভিযোগ দায়ের করেন যে রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্টাফ কোয়ার্টারে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। যদিও পুলিশের দাবি তারা এখনও কোনও এমন প্রমাণ পায়নি যা থেকে ওই যুবতীর অভিযোগ প্রমাণিত হয়।

পুলিশ জানিয়েছে ওই যুবতী কালীবাড়ি এলাকায় থাকেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত তারা চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই খবরটি গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতি ভবনের নাম থাকায় বিষয়টি আরও বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk