National

জঙ্গিদের গুলিতে মৃত আরএসএস নেতা

Published by
News Desk

জঙ্গিদের গুলিতে মৃত্যু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা চন্দ্রকান্ত সিং-এর। তাঁর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের কিস্তওয়ার শহরে মঙ্গলবার সকালে জঙ্গিদের গুলিতে আহত হন চন্দ্রকান্ত সিং। রক্তাক্ত অবস্থায় তাঁর হাসপাতালে চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর নিরাপত্তারক্ষীর ঘটনাস্থলেই মৃত্যু এবং আরএসএস নেতার এমন মৃত্যুতে গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে কিস্তওয়ারের একটি হাসপাতালে। সেখানেই আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালায় জঙ্গিরা। চন্দ্রকান্ত সিংকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। ঘটনার পর জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

চন্দ্রকান্ত সিং চিকিৎসা পরিষেবার পেশায় যুক্ত। তাঁকে কেন এভাবে গুলি করা হল তা পরিস্কার নয়। তবে এর আগেও অনেক রাজনৈতিক নেতা কর্মী জঙ্গিদের নিশানা হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল চন্দ্রকান্ত সিংয়ের নাম। এলাকা জুড়ে তল্লাশি শুরু হয় মঙ্গলবার ঘটনার পর থেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk