National

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলল ভারতে

Published by
News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিমান ব্যবহার করত, তার ধ্বংসাবশেষ মিলল ভারতের উত্তর পূর্ব প্রান্তের রাজ্য অরুণাচল প্রদেশে। অরুণাচলের রোইং জেলায় তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর ১২ সদস্যের দল ও পুলিশ। তল্লাশির সময়ই মার্কিন যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ মেলে গত ৩০ মার্চ। ৫ ফুট বরফের তলায় ঢুকে ছিল এই ধ্বংসাবশেষ। সেখান থেকে উদ্ধার হয় বিমানটি। সেনার দাবি এই মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ইতিহাসের কিছু তথ্য বদলে দিতে পারে।

প্রথমে পাহাড়ে চড়ার সময় কয়েকজন পর্বতারোহীর এই ধ্বংসাবশেষ নজরে পড়ে। তাঁরা সেই খবর দেন। পর্বতারোহীদের খবরের ভিত্তিতে সেনার তরফে একটি দল গঠন করা হয়। তারা পুলিশকে সঙ্গে করে বরফ মোড়া পাহাড়ের দুর্গম স্থানে তল্লাশি শুরু করে। ৮ দিন ধরে এই দল প্রবল কষ্ট সহ্য করে ঘন জঙ্গল আর বরফ মোড়া পাহাড় বেয়ে ওই ধ্বংসাবশেষের কাছে পৌঁছয়।

২০১৮ সালে অরুণাচল প্রদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে একটি মিউজিয়াম গড়ে ভারত সরকার। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সেই মিউজিয়াম এখানে মায়ানমার সীমান্তের কাছে তৈরি হয়। সেখানেই হয়ত জায়গা হতে পারে এই ধ্বংসাবশেষের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk