National

গাছে ধাক্কা মারল গাড়ি, মৃত ৪

Published by
News Desk

প্রবল গতিতে আরোহীদের নিয়ে ছুটে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে চালক সহ ৪ জন ছিলেন। গতিতে থাকা গাড়ির চালক হয়তো এক সময়ে গতি নিয়ন্ত্রণ করে উঠতে পারেননি। ফলে গাড়িটি রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। প্রবল গতিতে থাকা গাড়ি এভাবে গাছে ধাক্কা মারার পর গাড়িটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায়।

সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কারমাইনি ঘাট এলাকায়। ঘটনার পর আশপাশে থেকে মানুষজন ছুটে আসেন। আসে পুলিশ। গাড়ি থেকে আরোহীদের বার করে আনতে হিমসিম খেতে হয় পুলিশকে। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাও। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনা কীভাবে ঘটল তা জানার চেষ্টা করে পুলিশ।

গাড়ি থেকে বার করার পর দেখা যায় চালক সহ ৪ জনের মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কেবল ১ জনের দেহে তখনও প্রাণ ছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরও মৃত্যু হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk