National

ফের গাড়ি বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত সিআরপিএফ কনভয়, তদন্তে এনআইএ

Published by
News Desk

পুলওয়ামা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সিআরপিএফ কনভয়ে গাড়ি বিস্ফোরণ। শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ জম্মু কাশ্মীরের বানিহাল এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। জম্মু-শ্রীনগর হাইওয়েতে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। আগুন ধরে যায়। এদিকে ঠিক সেই সময় সেখান দিয়ে পাস করছিল একটি সিআরপিএফ কনভয়। কনভয়ের একটি গাড়ির পিছন দিকের অংশ বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটে রামবান জেলার বানিহাল শহরের তেথার এলাকায়। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। গাড়ির চেসিস নম্বর দেখে তার মালিকের খোঁজ চলছে। বিস্ফোরণটি গাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে সঠিক কারণ তদন্তের পরই পরিস্কার হবে। বিস্ফোরণের আগেই গাড়ির চালক নেমে পালিয়ে যায়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ঘটনার জেরে ব্যস্ত জম্মু-শ্রীনগর হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিআরপিএফ কনভয়ের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। এবারও সেই সিআরপিএফ কনভয়ে গাড়ি বিস্ফোরণ, চালকের পালিয়ে যাওয়া, এই ঘটনাকে নেহাতই দুর্ঘটনার রূপ দিচ্ছে না। বরং ইঙ্গিতটা অন্যরকম। তবে কী ফের জঙ্গি হামলার চেষ্টা? এটা পরিস্কার নয়। তবে তদন্ত চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk